সোমবার , ৩০ আগস্ট ২০২১ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে আপনাদের ওস্তাদি : জয়দীপ সেন

প্রতিবেদক
splusnews
আগস্ট ৩০, ২০২১ ১:২১ পূর্বাহ্ণ
ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে আপনাদের ওস্তাদি : জয়দীপ সেন

জয়দীপ সেন : আপনারা এযাবৎকাল নবগণিত মুকুলের পিতা-পুত্রের বয়স পৃথক ভাবে বের করতে পারেননি। আর এখন নুসরতের পুত্রের পিতার খোঁজ করছেন? হাইকোর্ট বলেছে, সন্তানকে বাবার পদবি ব্যবহার করতে হবে। এমন কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে মায়ের পদবিও সন্তান ব্যবহার করতে পারে।
আপনারা কোর্ট, আইন-আদালতের উর্দ্ধে নয়! সবচেয়ে বড় কথা শুধু জন্ম দিলেই পিতা হওয়া যায় না। কর্তব্য পালন করতে হয়। নুসরতের সন্তানের পিতা যে কেউ হোক, সেটা নুসরত এবং তার সন্তানের উদ্বেগ (পড়ুন যদি সত্যি তারা মনে করে এটা উদ্বেগ)। আমি বা আপনি এতো ভেবে সময় নষ্ট কেন করবো? আমাদের এই অতিমারী সময়ে অনেক কাজ। নিজেকে সুস্থ রাখা, ভ্যাকসিন দুটো ডোজ নেওয়া। পরিবারকে সুস্থ রাখা। সময়ে ব্যাংকের আমানত বাড়ানো, লোন শোধ (ইএমআই)। এবং নিজের আগামীকে সুরক্ষিত করা। এসবের বাইরে শুধু শুধু নুসরতকে নিয়ে ভাবা মানে লাক্সারি। আমি সেটাই মনে করে।

কারণ নুসরতের আগেও সিঙ্গল মাদার হিসেবে অনেকে সফল। রবিনা ট্যান্ডন এবং, সুস্মিতা সেন। বাবার পদবি বা বাবার সঙ্গ না রেখেও এরা তাদের সন্তানদের নিজের পদবি দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। রবিনা ট্যান্ডন এবং আবার নিজের পালিত মেয়ের ধুমধাম করে বিয়েও দিয়েছে। কোথাও কোনো সামাজিক অসুবিধা হয়নি। বিষয়টা হল সেলিব্রিটি বা তারকা এরা সফ্ট টার্গেট। আপনারা জানেন এদের নিয়ে কুৎসা করলে বা কালি ছিটালে পাল্টা জবাব আসবে না। তাই এদের গায়ের রং, ব্যক্তিগত জীবন, জীবনযাত্রার দিকে ছোঁ মেরে বসে থাকেন তথাকথিত নেটিজেনরা। আর একটু পান থেকে চুন খসলেই শুরু করেন খিল্লি, ব্যঙ্গ, নোংরা সমালোচনা। কিন্তু নেট দুনিয়ার বাইরে আপনারাও ১০০% পারফেক্ট নয়। এটা আমি হলফ করে বলতে পারি। আর সেই ইমপারফেকশন ঢাকতেই হাতের সামনে সফ্ট টার্গেটগুলো বেছে নেন। কখন সংবাদ মাধ্যম, কখন সেলিব্রিটি, কখন শ্রাবন্তী আর এখন নুসরত।

নেট দুনিয়ার বাইরেও আপনাদের সমান বিচরণ। কোন মেয়ে সিগারেট খেল, কোন মেয়ে ১১টার পর বাড়ি ফিরল। কে বিয়ের বয়স পেরিয়ে গিয়েও বিয়ে করল না। কোন মেয়ে স্বামী ছাড়া একা সন্তান মানুষ করল, ইত্যাদি, ইত্যাদি। আদতে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে আপনাদের ওস্তাদি।

কারণ দুর্বল মাটি আঁচরাতে সুবিধা। কার বীর্য কোথায় পড়লো, এমন বিচিত্রবীর্যের মতো কৌতুহল না দেখিয়ে। নবজাতক আর মায়ের সুস্থ আগামী কামনা করুন। তাহলেই কিছু হলেও পাপস্খলন হবে। নুসরত, তার সন্তানকে ঠিক মানুষ করে নেবে। যেভাবে রবিনা ট্যান্ডন এবং সুস্মিতা সেন করেছে, বুঝলেন।

জয়দীপ সেন
ফ্রিল্যান্স সাংবাদিক ও ব্লগার
কলকাতা

সর্বশেষ - পশ্চিমবঙ্গ